ভারত ও চিনের সম্মিলিত সম্ভাবনার বিশাল ক্ষমতা রয়েছে। এমনটাই মনে করেন দলাই লামা। রবিবার, তিনি বলেন,আমরা চাই বা না চাই, ভারত ও চিনকে পাশাপাশি থাকতে হবে। দুটি দেশ যদি যৌথভাবে কাজ করে, তাহলে সেই সম্ভাবনার প্রভূত উন্নয়ন হবে। দুশো কোটি মানুষ একসঙ্গে কাজ করছে একবার ভেবে দেখুন। এক সপ্তাহের জন্য ভারত সফরে এসেছেন দলাই লামা। রাজধানী নয়াদিল্লির পর তিনি ভূবনেশ্বর ও কলকাতায় যাবেন বলে খবর। প্রসঙ্গত, সোমবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকও করার কথা আছে দলাই লামার।
Be the first to comment