‘ভারত-চিন সীমান্তে কী চলছে, গোটা দেশ তা জানে’, শাহকে বিঁধে টুইট রাহুলের

Spread the love

আবারও ভারত-চিন সীমান্ত দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সীমান্ত বিবাদ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সীমান্তের কি পরিস্থিতি, তা সবাই জানে। দেশবাসীকে মিথ্যা আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর।’ অমিত শাহকে বিঁধে টুইট রাহুল গান্ধীর।

রবিবার বিহারের দলের নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। সভায় দেশের প্রতিরক্ষা নীতি নিয়ে নিজেই প্রশংসা করেন শাহ। এমনকী সীমান্ত সুরক্ষা মজবুত রাখতে বিশ্বের মধ্যে আমেরিকা, ইজরায়েলের পরই দেশের স্থান বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের এই দাবিকেই কটাক্ষ করেছেন রাহুল।

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল লেখেন, ‘দেশবাসী ভালো করেই জানেন ভারতের সীমান্তের পরিস্থিতি ঠিক কী। দেশের বাসিন্দাদের খুশি রাখতে আপনার এই ভাবনা ভালো একটি উপায়।’

ভারত-চিন সীমান্ত নিয়ে মাসখানেক ধরে দু’দেশের বিবাদ চলছে। তবে এখনই এব্যাপারে যুদ্ধংদেহী মনোভাব নেই কারও। দু’দেশই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পক্ষপাতী।

শনিবারই জট বৈঠকে বৈঠকে বসেছিলেন দুই দেশের সেনকর্তারা। আলোচনার মাধ্যমেই জট কাটানোর পক্ষে মত দিয়েছেন দুই দেশের সেনাকর্তারা। তবে সেই আলোচনার পরেও সীমান্তে সেনা গতিবিধি সক্রিয় রেখেছে বেজিং।

জানা গিয়েছে, সীমান্তের ওপাড়ে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম চিনে সেনা মহড়া শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। যদিও চিনের এই তৎপরতা নিয়ে নতুন করে মুখ খোলেনি দিল্লি। কেন্দ্রের এই নীরবতা নিয়েই এবার সুর চড়িয়েছেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*