ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা..

Spread the love

রোজদিন ডেস্ক :- গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথ গ্রহণের সময় নয়াদিল্লিতে আমন্ত্রিত সাতটি আঞ্চলিক দেশের নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন এবং এক পক্ষকালের মধ্যে দ্বিপক্ষীয় সফরের সিদ্ধান্ত ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বকে প্রতিফলিত করে।

শেখ হাসিনার ভারতের রাজধানী দিল্লি তে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন “আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। তার ভারত সফর আমাদের ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্ককে তুলে ধরে। আমাদের বিশেষ অংশীদারিত্বের আরও উন্নয়নে তার দিকনির্দেশনার প্রশংসা করি” ।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*