ভোট পরবর্তী ‘সন্ত্রাস’ খতিয়ে দেখতে বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব..

Spread the love

রোজদিন ডেস্ক :- এবার বঙ্গের লোকসভা নির্বাচনে তেমন বড় কোনও অশান্তি হয়নি। সপ্তম দফার ভোটপর্ব শেষে সে কথা জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করেন। তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়। বিজেপির দাবি, ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন বহু বিজেপি কর্মী-সমর্থক। গেরুয়া শিবিরের বেশ কয়েকজন ঘরছাড়া বলেও অভিযোগ।
ভোটের পর রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে আগেই হইচই বাঁধিয়েছিল বিজেপি। এবার সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়ে দেওয়া সেই টিমের নেতৃত্ব থাকছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব।
বিপ্লব দেবের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ , সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। শীঘ্রই ওই প্রতিনিধি দল বঙ্গ সফরে আসছেন। ‘সন্ত্রাস কবলিত’ বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন। সাক্ষাৎ করতে পারেন রাজ্যপালের সঙ্গেও। ফিরে গিয়ে ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*