রোজদিন ডেস্ক :- চলছে সারা দেশ জুড়ে ভোট দানের মরসুম। আর সেই ভোটের মাঝে ফের আয়কর দফতরের হানা শহরে। এবার আধিকারিকরা গেলেন এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হানা দেয় আয়কর দফতর। কুমোরটুলির কাছে মদনমোহন স্ট্রিটে মিতালির বাড়ির নীচে থাকা অফিসেও তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা।
তৃণমূল কাউন্সিলরের বাড়ির নীচে একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস রয়েছে। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, অবাধে আয়-ব্যয়ের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। মিতালির তিনতলা বাড়ি, অফিস ছাড়াও কলকাতার ১০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে সূত্রের খবর। মূলত বিজ্ঞাপন সংস্থার আয়-ব্যয়ে গোলমাল রয়েছে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। তার সঙ্গে তৃণমূল কাউন্সিলর কোনওভাবে যুক্ত কিনা, সেটাই জানার চেষ্টা চলছে।
গোটা ঘটনাকে অবশ্য বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলেই কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, আয়কর হানা হতেই পারে। কিন্তু কোন সময়ে হচ্ছে সেটাই মূল বিষয়। এখন ভোটের মধ্যে আচমকা এই আয়কর হানার মানে বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। তাই ফের কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এসব করে যে কোনও লাভ হবে না, সে ব্যাপারে নিশ্চিত তৃণমূল।
মনে রাখতে হবে, ভোটের আগে এভাবেই তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই ঘটনার কয়েকদিন পরই বিজেপিতে যোগ দেন তিনি। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পুনরাবৃত্তি করানোর চেষ্টা চলছে এবং এই হানাগুলি হচ্ছে অনেকটা ‘বন্ধুত্ব’ পাতানোর চেষ্টা।
Be the first to comment