মন্ত্রিত্ব ছাড়ার পর আজ মহিষাদলে শুভেন্দুর প্রথম সভা

Spread the love

প্রায় সাড়ে ৪ বছর পর মন্ত্রী না-থাকা শুভেন্দুর আজ প্রথম সভা। এই সভা নিয়ে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সদ্যপ্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণেই এই সভা। তবে শুভেন্দু ঘনিষ্ঠদের অনেকেরই মতে, এখান থেকে তাঁর রাজনৈতিক কথা বলার সম্ভাবনা কম।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই দলের সাথে দূরত্ব তৈরী হচ্ছিল শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম দিবসের শহীদ সভা থেকে সেটি আরোও প্রখর হয়। পাল্টা সেখানে সভা করেছিলেন ফিরহাদ হাকিম, দোলা সেন, পূর্নেন্দু। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি আক্রমণ অপরদিকে শুভেন্দুর অর্থবহ হুঙ্কার। সবকিছু শেষে মন্ত্রীত্ব পদ থেকেই ইস্তাফা দিয়েছেন শুভেন্দু। আজ প্রথমবারই মন্ত্রী না থাকা শুভেন্দুর সভা দীর্ঘদিন পর। সেদিকেই সবার চোখ এখন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*