আসুন বিশদে জানি
প্রকল্পের নাম= শিক্ষাশ্রী
পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেনির ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বার্ষিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে। একদিকে খাদ্যের ব্যবস্থা অন্যদিকে পড়াশোনা ফলে শিক্ষাশ্রী আজ রাজ্যের প্রতিটি তপশিলি জাতি ও তপশিলি আদিবাসী পরিবারের কাছে মুক্তির আলো এনে দিয়েছে। নিজের সন্তান পড়াশোনা করে সমাজের মূল স্রোতে মিশবে- একজন তপশিলি জাতি বা তপশিলি আদিবাসী বাবা- মায়ের কাছে এটা অনেক বড়ো পাওনা, আর তাদের এই ইচ্ছে পূরণ করতেই উদ্যোগী রাজ্যসরকার।.
তপশিলি জাতির ক্ষেত্রে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য বার্ষিক ৭৫০ টাকা হারে ও অষ্টম শ্রেণির জন্য বার্ষিক ৮০০ টাকা হারে এবং তপশিলি আদিবাসীর ক্ষেত্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য বার্ষিক ৮০০ টাকা হারে বৃত্তি দেওয়া হচ্ছে।
যেসকল পরিবারের সারা বছরের আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম তারা আবেদন করতে পারবেন। ছেলে বা মেয়েকে তপশিলি জাতি বা তপশিলি আদিবাসী হতে হবে এবং কোনও সরকারস্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে। আবেদন করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। টাকা পাওয়ার জন্য ব্যাঙ্কে ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। ঐ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাও রাজ্যসরকার করে দিয়েছে।
Be the first to comment