আসুন বিশদে জানি
প্রকল্পঃ সবলা
দপ্তরঃ নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর।
কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। পরিপূরক পুষ্টির ব্যবস্থা করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবার অঙ্গনিওয়ারি কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের সরবরাহ করে। এইভাবে অপুষ্টি দূর করার পাশাপাশি স্বাস্থ্য, পরিষ্কার- পরিচ্ছন্নতা, কৈশোরজনিত প্রজনন ও যৌন স্বাস্থ্য, পরিবার ও শিশুর সুরক্ষা এবং যত্নের ব্যাপারে সচেতনতা তৈরি করা হচ্ছে কিশোরীদের মধ্যে। রাজ্যের ৭টি জেলায় ‘কন্যাশ্রী’ প্রকল্পের সঙ্গে সমন্বয় তৈরি করে এই প্রকল্প চলছে।
গৃহকর্মে ও জীবনের নানা ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বৃত্তিমুখী প্রশিক্ষণ এবং বিদ্যালয় – বহির্ভূত কিশোরীদের লেখাপড়ার ব্যবস্থা করার কাজ চলছে এই প্রকল্পে।
১১ থেকে ১৮ বছর বয়সি অবিবাহিত কিশোরী কন্যারা আবেদদন করতে পারে। বর্তমানে রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, পুরুলিয়া, কলকাতা, মালদা, এবং আলিপুরদুয়ার এই ৭ টি জেলায় এই প্রকল্প চলছে।
এই প্রকল্পের সুবিধা পেতে গ্রামের অঙ্গনওয়ারি কেন্দ্রে ও ব্লকের সিডিপিও-র সঙ্গে যোগাযোগ করতে হবে।
Be the first to comment