মহিলা বন্দীদের সঙ্গে থাকা শিশুদের মমতার লেখা ছড়া পড়ানো হবে

Spread the love

এবার সংশোধানাগারে মহিলা বন্দীদের সঙ্গে থাকা তাঁদের শিশুদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়া পড়ানো হবে। প্রসঙ্গত, সংশোধানাগারে যে সমস্ত মহিলা বন্দীদের সঙ্গে তাঁদের শিশুরাও রয়েছে তাদের মনের বিকাশ ও শিক্ষার দায়িত্ব নেয় সরকার। আর রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করে সাধারণত এই দায়িত্ব পালন করে থাকে বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংস্থা।

আর এবার সেই সমস্ত সেচ্ছাসেবী সংস্থার মধ্যে একটি সংস্থা ওই সব শিশুদের রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা ছড়া পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে মুখ্যমন্ত্রীর লেখা ছড়া গুলি পড়লে শিশুদের মনের বিকাশ সুদৃঢ় হবে। শিশুদের ভাল লাগবে। প্রথম পর্যায়ে এই ছড়া পড়ানো শুরু হবে আলিপুর ও দমদম সেন্ট্রাল জেলের মহিলা বন্দীদের সঙ্গে থাকা তাঁদের শিশুদের। উল্লেখ্য, এবারের নববর্ষে মুখ্যমন্ত্রী একটি ছড়ার বই লিখেছিলেন। বইটিতে ৪৫ টি ছড়া রয়েছে। প্রথম পর্যায়ে ওই ৪৫টি ছড়া পড়ানো হবে মহিলা বন্দীদের শিশুদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*