গঙ্গাসাগর মেলার আগেই মাঝেরহাটের নতুন সেতু খুলতে চায় রাজ্য সরকার। কিন্তু রেলের জন্য কাজ আটকে রয়েছে। তাই সমস্যা দ্রুত কাটানোর অনুরোধ জানিয়ে সোমবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রীর বলেন, ‘রেলওয়ে ট্র্যােকের ওপর যে সুপার স্ট্রাকচার তৈরি হওয়ার কথা, রেল নিরাপত্তা কমিশনারের ছাড়পত্র না পাওয়ার জন্য তা করা যাচ্ছে না। বাকি অংশের কাজ শেষের পথে। নিরাপত্তা কমিশনের ছাড়পত্র পেলেই সুপার স্ট্রাকচার তৈরির কাজ শুরু করা যাবে।’
এই পরিস্থিতিতে রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিন যাতে দ্রুত ছাড়পত্র পাওয়া যায়। তাছাড়া দ্রুত মাঝেরহাট সেতুর কাজ শেষ করতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ–সহ বাকি সহযোগিতাও যেন করে রেল, তার নির্দেশও দেওয়া হোক।’
Be the first to comment