কোভিড পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আগেই বাতিল করেছে রাজ্য সরকার। একাদশের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়া দ্বাদশে উত্তীর্ণ করা হয়েছে। কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরীক্ষা হবে, নাকি তাদেরও পরের ক্লাসে বিনা পরীক্ষায় তুলে দেওয়া হবে, সে ব্যাপারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না।
ফলে এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এই পরিস্থিতিতে সোমবার, ৭ ডিসেম্বর সমস্ত স্বীকৃত স্কুলের প্রধানদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মূল্যায়ন নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে এই বছর (২০২০ শিক্ষাবর্ষে) ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিনা পরীক্ষায় বা মূল্যায়নে পাশ করানোর কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে। তবে স্কুল খুললে এবং ফের স্বাভাবিক পঠনপাঠন চালু হলে সবার আগে পুরনো ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শিক্ষক-শিক্ষিকাদের রিভাইস করাতে হবে। তার পরে নতুন ক্লাসের সিলেবাস অনুসারে পঠনপাঠন শুরু হবে। এমনই বলা হয়েছে নির্দেশিকায়।
অন্যদিকে, আগামী বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কোনও নির্বাচনী পরীক্ষা বা টেস্ট হবে না বলে আগেই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিনের বিজ্ঞপ্তিতে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে প্রস্তুত থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে স্কুলগুলিকে অনুরোধ করেছে পর্ষদ। সে ক্ষেত্রে প্রয়োজনে স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করতে পারে বলে পর্ষদ জানিয়েছে।
আগামী বছর কবে মাধ্যমিক পরীক্ষা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। যদিও নিয়ম মাফিক একুশের মাধ্যমিক পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
চলতি ডিসেম্বর মাসেই ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষাদের জন্য এনরোলমেন্ট ফর্ম বিলি শুরু করছে পর্ষদ। আগামী ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর- এই দু’দিন ফর্ম বিলি করা হবে। প্রতিটি স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। সম্প্রতি পর্ষদের উপ সচিব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়।
Be the first to comment