গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছিল। দেখা গেছে পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপে ঘুরেছিল প্রশ্নপত্রের ছবি। এবার সেই ঘটনা রুখতেই রাজ্যের ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
সাংবাদিক বৈঠকে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গতবছর যে যে ব্লকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এবং সেই প্রবণতা দেখা গিয়েছিল, সেই রকম ৪২টি ব্লকে দু’ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হবে। বেলা ১২টা থেকে দুপুর দু’টো পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
Be the first to comment