রোজদিন ডেস্ক :- ভায়বহু দুর্ঘটনা সাত সকালেই। শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উত্তরবঙ্গে ঘটে এই রেল দুর্ঘটনা। সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানিতে ঘটে দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। চলছে উদ্ধারকাজ।
মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়েছে বলে খবর। সূত্রের খবর, বহু মানুষই আহত হয়েছেন। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেছেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে মাত্র কিছুটা দূরে এগিয়েছিল। রাঙাপানি এলাকায় ট্রেন পৌঁছতেই উল্টোদিক থেকে চলে আসে একটি মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটো বগি। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে দুটি বগি।
রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি ওভারলোডেড ছিল। গতিও ছিল যথেষ্ট বেশি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ছুটছিল। তাই পিছন থেকে ধাক্কা মারতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়। শেষ কামরাটি একেবারে শূন্যে ভাসছে। পরবর্তী কামরাগুলিরও অবস্থাও একইরকম ভয়াবহ। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়। আরেকটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে।
Be the first to comment