রোজদিন ডেস্ক:- এবার কালীঘাটের কাকু। শোনা যাচ্ছে কাকুর কন্ঠস্বর এর সূত্র ধরেই হয়তো উদঘাটন হবে আরো বড়ো কোনো রহস্য। হয়তো রহস্যের ফাঁদ ছিঁড়ে বেরোবে আরো বড় বড় মাথা।
সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল ঠিক সেদিনকেই ,পেশায় সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা নামক এক ব্যক্তির বাড়িতে তদন্তকারী সংস্থা থেকে আসা আরো একটি দল তল্লাশি চালায়।
সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে, রাহুল বেরার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রেই রাহুলের ফোন বাজেয়াপ্ত করা হয়। সেই ফোন এর টেলিফোনিক কথপোকথনের একটি ফাইল তদন্তকারী দের হাতে আসে।
তারমধ্যে একটি অডিও ক্লিপ এ পরিষ্কার শোনা যাচ্ছে, রাহুলকে বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত সব তথ্য মুছে ফেলো।
এই অডিও ক্লিপটির কন্ঠস্বর কার সেটা যাচাই করার জন্য সেন্ট্রাল ফরেনসিক ল্যাব এ পাঠানো হয়। আজ রিপোর্ট আসার পর, নিশ্চিত ভাবে গোয়েন্দারা জানান এটা কালীঘাটের কাকুর কন্ঠস্বর।
Be the first to comment