মিহি সুতির গামছায় এবার তৈরী হবে রকমারি পোশাক

Spread the love

বাংলায় তৈরী মিহি সুতোর রঙিন গামছা দিয়ে এবার রকমারি পোশাক তৈরীর উদ্যোগ নিলো রাজ্য সরকার। সরকারি পরিকল্পনা অনুযায়ী তাকে বাহারি পরিচ্ছদ এবং ঘরের অন্দরসজ্জার উপকরণ করে তোলার বন্দোবস্ত হচ্ছে।

কেবলমাত্র স্নানঘরে গা-হাত-পা মোছার জন্য নয় এবার আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে গামছাকে নানা রঙে বাহারি নকশায় বাজারে নিয়ে আসা হবে গামছাকে। রাজ্যের বস্ত্র দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন মানুষ ঘরে বাইরে সব জায়গাতেই ব্যবহার করবে গামছা, গামছার ব্যবহার নিয়ে আর কোনো সঙ্কোচই থাকবেনা।

তিনি আরোও জানান, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদের গামছা বেশ বিখ্যাত। যাঁরা গামছা বোনেন, তাঁদের উপরে একটি সমীক্ষার কাজ চলছে। গ্রামগুলিকে চিহ্নিত করার পাশাপাশি তন্তুজীবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা ও গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় গামছা-হাট তৈরির পরিকল্পনাও আছে সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*