এক ভিডিও বার্তায় একথাই বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে ভিন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আমাকে কাজে লাগাতে পারেন।
তিনি বলেন, “আমি বাংলায় বিরোধী দলের একজন সাংসদ ও জনপ্রতিনিধি। কিন্তু মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য যা করতে বলবেন, আমি কথা দিচ্ছি প্রাণপণে করব। আমাকে একবার সুযোগ দিয়ে উনি দেখুন”।
তিনি বলেন, কেন্দ্র বলেছিল সব রাজ্য যেন এ ব্যাপারে নোডাল অফিসার নিয়োগ করে। সবাই তা করেছে। কিন্তু মুশকিল হল অন্য রাজ্যের নোডাল অফিসাররা বাংলার নোডাল অফিসারের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারছেন না। বা যোগাযোগ করতে পারলেও কোনও জবাব পাচ্ছেন না।
Be the first to comment