মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা স্পষ্ট করলেন না নীতীশ কুমার

Spread the love

চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্শিতে তিনি আদপেই বসবেন কিনা, সেই জল্পনা জিইয়ে থাকলো শুক্রবার দুপুরেও। আজ সন্ধ্যায় এনডিএ ভুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর এই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার বিহার নির্বাচনে রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে রয়েছে জে ডি ইউ। বিজেপি তার ক্ষমতা বাড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৭৪ আসন নিয়ে দ্বিতীয় হয়েছে। এই অবস্থায় জোট সঙ্গী হলেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে এখনো পর্যন্ত অমত নেই বিজেপির। কিন্তু প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কিনা নীতীশ কুমার।

এদিন পাটনায় তিনি বলেছেন, যেভাবে তার উপরে ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী, তাতে তিনি খুশি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন সে ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি। এন ডি এ বৈঠকেই বিষয়টির ফয়সালা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এতেই জল্পনা বেড়েছে।

যদিও বিহারের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, যেহেতু ক্ষমতায় দুর্বল হয়ে পড়েছেন, তাই এখন আর নিজে মুখে মুখ্যমন্ত্রী পদ নেওয়ার বিষয়টি বলছেন না নীতীশ কুমার। বিজেপির তরফ সে তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি তখন তা ফেরাবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*