মুম্বাই – হাওড়া এক্সপ্রেস দুর্ঘটনার জেরে অনেক ট্রেন বাতিল ও রুট বদল

Spread the love

অমৃতা ঘোষ :- একের পর এক ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে সরাধরণ মানুষ। গত 2 মাসের মধ্যে ৩ টি বড়সরো মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু কেনো হচ্ছে? কি কারণে এত ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ঘটছে ? এর দায় কার? এসব নিয়ে জলঘোলা সব মহলেই। বড় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের সরাইকেলা-রাজাখারসওয়ান জেলায় বরাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, এর ৩-৪ মিনিট আগে উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। তার একটি বগি ছিটকে পাশে মুম্বই-হাওড়া মেলের লাইনে গিয়ে পড়ে। ঠিক সেই সময় ওই বগির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় মুম্বাই – হাওড়া এক্সপ্রেস ট্রেনটি।

এই দুর্ঘটনার পর ওই লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের বদল করা হয়েছে রুট।
হাওড়া কাটপদি এক্সপ্রেস ( 22861 Howrah – Katpadi Express )
খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস ( 08015/18019 Kharagpur – Dhanbad Express )
হাওড়া বারবিলের আপ ও ডাউন ট্রেন ( 12021/12022 Howrah – Barbil – Howrah Express )
আসানসোল – টাটা এক্সপ্রেস ( 13512/13511 Asansol – Tata – Asansol Express )

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*