করোনা মোকাবিলায় সঠিক পথেই হাঁটছে দেশ। ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।
কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা ৭ লক্ষে এসে পৌঁছেছে এবং আরও বাড়ছে। তার ফলেই আরও বেশি করে সংক্রমণ শনাক্ত করা সম্ভব হচ্ছে। এবং রোখা যাচ্ছে নতুন সংক্রমণও। বাইরের দেশগুলির তুলনায় আমাদের এখানে মৃত্যুর হার আগেও কম ছিল। যতদিন যাচ্ছে তা আরও কমছে, যা অত্যন্ত সন্তোষজনক।’
তিনি আরোও বলেন ‘মৃত্যুর হার লাগাতার কমতে থাকার পাশাপাশি, সুস্থতার হার প্রতিদিন বেড়ে চলেছে। এতেই বোঝা যায় সঠিক পদক্ষেপই গ্রহণ করেছি আমরা। সঠিক পথেই এগোচ্ছি।’
Be the first to comment