রাজস্থানের কোটার জেকে লোন হাসপাতালে যেন মৃত্যুমিছিল। গত দু’দিনে এই হাসপাতালে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এই ডিসেম্বর মাসজুড়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০।
ফের সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাব ও চিকিৎসকদের গাফিলতির দিকেই আঙুল উঠেছে। জেকে লোন হাসপাতালের সুপার ডাক্তার সুরেশ দুলারা বলেছেন, “৩০ ডিসেম্বর ৪টি ও ৩১ ডিসেম্বর ৫টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে। জন্মানোর পরেই ওই শিশুদের অবস্থা আশঙ্কাজনক ছিল। নিউমোনিয়া ধরে গিয়েছিল। হাসপাতালের পরিকাঠামোয় কোনও গলদ নেই।”
Be the first to comment