মঙ্গলবার ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটারের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। ভোটের আগে অশোক দিন্দার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাল গেরুয়া শিবির। বুধবার থেকেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অশোক দিন্দা। তাঁকে ঘিরে থাকবেন অন্তত কুড়ি জন সিআরপিএফ জওয়ান। ময়নার বিজেপি প্রার্থীর বাড়িতেও নিরাপত্তারক্ষীরা থাকবেন। তাঁকে ক্লোজ প্রেটেকশন দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সেই সময় ওই এলাকা দিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহানের রোড শো চলছিল। সেই সময় রাস্তার পাশে অশোক দিন্দার গাড়ি দাঁড়িয়ে পড়ে। তখনই অশোক দিন্দার গাড়ির দিকে উড়ে আসতে থাকে একের পর এক ইট। অতর্কিত হামলায় ঘাবড়ে যান অশোক দিন্দা। একটা সময়ে তিনি গাড়ির সিটের তলায় লুকিয়ে পড়েন। ইটের আঘাত লাগে প্রাক্তন ক্রিকেটারের কাঁধে ও পিঠে।
এরপরই তিনি বিডিও অফিসে গিয়ে আশ্রয় নেন। অশোক দিন্দা জানিয়েছিলেন, তাঁর ঘাড়ে, পিঠে ও মাথায় আঘাত লেগেছে। এমনকী হাসপাতালে চিকিৎসার জন্যও যেতে হয়েছিল তাঁকে।
মঙ্গলবারের হামলার ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন বলে অভিযোগ করেছিলেন অশোক দিন্দা। স্বাভাবিকভাবেই তাঁর অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে তৃণমূল তাঁর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আদি ও নব্য বিজেপি সমর্থকদের লড়াইয়ের মাঝে পড়েছিলেন অশোক দিন্দা। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে অশোক দিন্দার ওপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Be the first to comment