যাদবপুরের ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবো টুইট শিক্ষামন্ত্রীর

Spread the love

জেএনইউ কান্ডের প্রতিবাদে গতকাল যাদবপুরের আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ। দুটো দলের মিছিল বিশৃঙ্খলা ভাঙতেই এমনটা। পরে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছে পুলিশ।

তারপরই টুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি লেখেন, “যাদবপুর ইউনিভার্সিটির সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জেএনইউ এর ছাত্রীদের ওপর ও শিক্ষিকার ওপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে যখন প্রতিবাদে সামিল হয়েছে সেই সময় বিজেপি অনুসৃত পথে চলে অভিযোগ উঠছে এবিভিপি সদস্যদের বিরুদ্ধে তাদের ওপর অকথ্য ভাষা ও শারীরিক নির্যাতনে। আমি দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা করি ও পুলিশের ভূমিকা যে আরও সংযত হওয়া উচিত সেটা মনে করিয়ে দিতে চাই ছাত্র-ছাত্রীদের আন্দোলনে পুলিশের ব্যবহার বা পুলিশ আরো বেশি সংযত থাকবে এটাই বোধহয় কাম্য আমি অবশ্যই শিক্ষা মন্ত্রী হিসেবে বিষয়টি মুখ্যমন্ত্রী কে জানাচ্ছি।“

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*