ঢাকুরিয়া রেল বস্তিতে বিধ্বংসী আগুন। এদিন দুপুরে আচমকাই রেল লাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগে যায়। গিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুই লাইনেই দাঁড়িয়ে যায় অনেক লোকাল। পুড়ে ছাই হয়ে গিয়েছে ঢাকুরিয়া-যাদবপুরের মধ্যে থাকা অন্তত সাত থেকে আটটি ঝুপড়ি। প্রথম স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগালেও খবর পেয়ে ছুটে আসে দমদলের ৬টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঢাকুরিয়া থেকে যাদবপুরে যাওয়ার পথে ডানদিকে যে ঝুপড়িগুলি রয়েছে সেখানেই এদিন প্রথম আগুন লাগার ছবি দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন দমকল যদি আরও আগে আসত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো যেত। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি রয়েছে লেক থানার পুলিশ। চলছে উদ্ধার কাজ। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ফের ওই শাখায় ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। গড়িয়েছে লোকালের চাকা। স্থানীয় কাউন্সিলর রয়েছেন এলাকায়।
তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঝুপড়ির মধ্যে রান্না করতে গিয়েই কোনওভাবে একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িগুলিতেও। আগুন লাগার পরেই ঝুপড়ি মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণও হয়। তাতেই চোখের পলকে গোটা এলাকা চলে যায় আগুন লেলিহান শিখার কবলে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Be the first to comment