নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মিসভা থেকে স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লির ভাষায় কলকাতায় কথা বলা চলবে না। গতকাল আমি লক্ষ্য করেছি বাইরে থেকে কয়েকজন এসেছেন। তিনি বলেন, ‘গোলি মারো’ বলেছেন। ভাষাটা অন্যায়, ভাষাটা দানবিক। তাই যারা এটা বলেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপিরই একটি মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল। তার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সমস্ত দলই বিরোধিতায় সরব হয়। এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment