রবিনসন স্ট্রীটকান্ডের ছায়া উলুবেড়িয়ায়, বোনের দেহ ৩ দিন ধরে আগলে রাখলেন দাদা ও আরেক বোন

Spread the love

হাওড়া: কলকাতার রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার হাওড়া জেলার উলুবেড়িয়ায়। মৃত বোনের দেহ ৩দিন আগলে রইলেন চিকিৎসক দাদা এবং আরেক বোন।
জানা গিয়েছে গত ২২ ডিসেম্বর অসুস্থতার কারণে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় করবী ধাড়াকে (বয়স ৬১)। ২৪ ডিসেম্বর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দাদা নীলমণি ধাড়া অ্যাম্বুল্যান্সে করে বোনের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন, যিনি নিজেও এনআরএস মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের শিক্ষক ছিলেন।

বুধবার সকাল থেকেই পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন মেঝেতে রাখা রয়েছে করবী ধাড়ার মৃতদেহ। মৃতার দাদার দাবি, আর্থিক সঙ্গতি না থাকায় তিনি বোনের দেহ সৎকার করতে পারেননি। এরপর পুলিশকে সাথে নিয়ে প্রতিবেশীরা নিজেরাই দেহ সৎকারের জন্য নিয়ে যান। গত বছর দুয়েক আগে, রবিনসন স্ট্রিটে, বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় বৃদ্ধ অরবিন্দ দে-র দগ্ধ মৃতদেহ। সেই রহস্য উন্মোচনে গিয়ে বাড়িতেই মেলে পার্থ দে-র দিদি দেবযানী ও দুই পোষ্য কুকুরের কঙ্কাল। যা আগলে রেখেছিলেন পার্থ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*