রবিবার ভাগ্য নির্ধারণ মমতার, ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী সেন

Spread the love

ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিন এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন ৷ লালবাজার সূত্রে খবর, শনিবার দুপুরে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে এই সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র, নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন, যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার, গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা-সহ অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরা ৷

এই বৈঠকে মূলত শহরের ঢোকা ও বেরোনোর পয়েন্টগুলিকে চিহ্নিত করা হয়েছে ৷ ওইসব জায়গায় বাড়তি নজরদারি থাকবে ৷ সেইসঙ্গে, বারুইপুর জেলা পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশ, ব্যারাকপুর সিটি পুলিশ এবং হাওড়া গ্রামীণ ও সিটি পুলিশের সঙ্গে যৌথভাবে এই পয়েন্টগুলিকে সিল করে দেওয়া হবে ৷ পাশাপাশি, শনিবার থেকেই শহরের একাধিক রাস্তায় চালানো হবে নাকাচেকিং৷

লালবাজার সূত্রে খবর, রবিবার দক্ষিণ কলকাতার রাস্তায় মোট ছ’জন ডেপুটি কমিশনার পদের আধিকারিক থাকবেন ৷ মোতায়েন থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ৷ কোনও এলাকায় উত্তেজনা ছড়ালে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম এই বাহিনীর সদস্যরা ৷ সাদা পোশাকে ডিউটিতে থাকবেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ এমনকী, প্রয়োজনে নগরপাল ও নগরপাল (বিশেষ)কেও রাস্তায় নেমে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে ৷ এছাড়াও শহরের ২৫টি ট্রাফিক গার্ডের ওসিদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ রবিবার গোটা কলকাতার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার ৷

প্রসঙ্গত, রবিবার ভবানীপুরের উপনির্বাচন-সহ রাজ্যের মোট তিনটি বিধানসভা কেন্দ্রের (জঙ্গিপুর ও সামশেরগঞ্জ) ফল ঘোষিত হবে ৷ যেহেতু ভবানীপুরে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাই এই কেন্দ্রের ফলাফল নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে ৷ বস্তুত, গোটা দেশের নজর রয়েছে দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে ৷ এমন একটা গুরুত্বপূর্ণ দিনে এমন হাইপ্রোফাইল একটা জায়গায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দময়ন্তী সেনকে দেওয়ার মধ্যে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা ৷

পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তীর সঙ্গে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্যের ফারাক থেকে শুরু করে দময়ন্তীর বদলির স্মৃতি আজও টাটকা ৷ সেদিন যাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আজ সেই দময়ন্তীর কাঁধেই মমতার কেন্দ্রের সুরক্ষার দায়িত্ব !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*