দুদিন আগে রওনা হয়ে রাজস্থানের অজমের থেকে আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডানকুনি স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। এই ট্রেনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজস্থানে কাজ করতে যাওয়া ১২০০ শ্রমিক ছিলেন।
রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, “রাজ্য সরকারের তরফ থেকে এখানে প্রাথমিক সুযোগ সুবিধার সব ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। থার্মাল গান দিয়ে থার্মাল স্ক্রিনিং করা হবে। প্রত্যেককে চোদ্দো দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনে থাকার সময় তাঁরা কী করবেন ও কী করবেন না সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হবে। হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেটও দেওয়া হচ্ছে প্রত্যেককে। খাবার ও জলের বোতল দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রয়োজন মেটানোর সব ব্যবস্থা করা হচ্ছে।”
Be the first to comment