রোজদিন ডেস্ক :- রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পীও।
রাজ্যপাল ইস্যু নিয়ে এবার পথে নামলো তৃণমুলের সর্বভারতীয় শিক্ষা সেলের প্রতিনিধিরা। তাঁরা নারীর সম্ভ্রম হরণকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ রাজভবনে অভিযান চালাচ্ছেন।
ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু করে রাজভবনের নর্থ গেট পর্যন্ত যাবেন বলে জানা যায়। তবে রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। অপর দিকে শিক্ষা সেলের প্রতিনিধিরাও যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান সেটাও নিশ্চিত নয়। তবে দেখা না করলেও তাদের বক্তব্য তাঁরা ব্যানার, প্ল্যাকেড এ লিখে সেটা রাজভবনের অভ্যন্তরে পাঠাবেন।
তৃণমুলের সর্বভারতীয় শিক্ষা সেলের প্রতিনিধিরা এও জানিয়েছেন যে, তাঁরা যদি কোনো সদুত্তর না পায়, তাহলে তারা রাজভবনের সামনে সত্যাগ্রহে বসবেন।
তবে রাজভবনে পৌঁছনোর আগেই ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। ঘটনার জেরে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি মহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে ব্যারিকেড ভেঙে এগনোর ঘটনায় আন্দোলনকারী একাধিক শিক্ষককে আটক করেছে পুলিশ।
ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপাল বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না। অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি।”
Be the first to comment