রোজদিন ডেস্ক :- রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ করেছেন রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী , সেই অভিযোগ নিয়েই প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি স্পষ্টই জানিয়েছেন ” সত্যের জয় হবেই “।
রাজ্যপাল প্রতিক্রিয়া জানিয়েছেন, ” বানানো বিষয় নিয়ে আমি কোন ভাবেই মাথা ঘামাতে রাজী নই। আমার সম্মানহানি করে কেউ যদি নির্বাচনী ফায়দা নিতে চায়, ঈশ্বর তাঁদের মঙ্গল করুক। কিন্তু বাংলায় সন্ত্রাস ও দূর্নীতির প্রতি আমার লড়াই, তারা কোনোভাবেই থামাতে পারবে না “।
সাধারণত সাংবিধানিক কিছু নিয়ম সকলের জন্যই বর্তায়। সেই নিয়মানুযায়ী রাজ্যপালের বিরূদ্ধে কোন অভিযোগ পুলিশ সরাসরি গ্রহন করতে পারে না। এই ব্যাপারে আইন মেনেই সকলকে এগোতে হবে সত্যের অনুসন্ধানে।
এই ঘটনার প্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য যে মন্তব্য প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে, সেই কারণ বসত তাঁর রাজভবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Be the first to comment