রাজ্যসভায় নির্মলার সাফাই, ‘বাজেটে কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি’

Spread the love

চিরন্তন ব্যানার্জি (২৪ জুলাই):- তৃতীয় মোদি সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেটকে ‘কুরসি বাঁচাও’, ‘নকলচি’ বাজেট বলে আগেই কটাক্ষ করেছে বিরোধী শিবির। এবার সেই ‘বৈষম্যে’র ভরপুর বাজেটের প্রতিবাদও হচ্ছে। মোদি সরকারের এই বাজেটকে শরিক তোষণের অভিযোগ তুলে সংসদ অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আর তারপরেই বাজেটের পরের দিন অর্থাৎ আজ সংসদের সদর দরজায় সকাল ১০’টা থেকে দফায় দফায় ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা বিক্ষোভ দেখায়। এই আবহে রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। বিরোধীরা দেশের নাগরিকদের বিভ্রান্ত করতে চাইছে। তাঁর ভাষণের পরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী সাংসদরা।
প্রসঙ্গত, রাজ্যসভার অন্দরে বাজেট ঘিরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়েগর সঙ্গে বিতর্কে জড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাড়গে বলেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবার থালা খালি কেবল অন্ধ্র এবং বিহারের থালা ভর্তি। আমি এর আগে কখন এমন বাজেট দেখিনি।’ পাশাপাশি এদিন রাজ্যসভায় কংগ্রেস সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দেন এই বাজেট হল ‘কুর্সি বাঁচানোর বাজেট’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*