দুটি সংশোধনী বিল পাশ হল রাজ্য বিধানসভায়। আদালতের ফি ও কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বিল দুটি বৃহস্পতিবার ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। আইনমন্ত্রী মলয় ঘটক এদিন বিধানসভায় পেশ করেন ওয়েস্ট বেঙ্গল কোর্ট ফিজ় (সংশোধনী) বিল, ২০২১। বিলটি পেশ করে তিনি বলেন, এই বিল আইনে পরিণত হলে আদালতের ফি ও পেমেন্ট দুইভাবেই সংগ্রহ করা যাবে – অর্থাত্ নিজে উপস্থিত থেকে ফি দেওয়া বা বৈদ্যুতিন মাধ্যমে পেমেন্ট দেওয়া।
কাজ আরও সহজ করার জন্য়ই এই সংশোধনী প্রয়োজন বলে জানান মলয় ঘটক। তিনি আরও জানিয়েছেন, প্রসেসিং ফি-সহ আদালতের ফি ই-পেমেন্ট রূপে সংগ্রহ করার জন্য ব্যবস্থা নিতে হবে।
অপরদিকে, আজ ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, 2021 পেশ করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্য়ায়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও নিয়মিত কর্মীদের অবসরের বয়স নির্ধারণের ক্ষমতা রাজ্যের হাতে তুলে দেব এই সংশোধনী। দুটি বিলই আজ ধ্বনিভোটে পাশ হয়ে যায় বিধানসভায়।
Be the first to comment