রাজ‍্যে বিনিয়োগ করতে চলেছে WIPRO-মাইক্রোসফট, চাকরি পাবেন ১০ হাজার মানুষঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

রাজ্যে বিনিয়োগ করতে চলেছে WIPRO ও মাইক্রোসফট। আর সেকারনেই আগামীদিনে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে বাংলায়। বৃহস্পতিবার সবুজ বাঁচাও পদযাত্রা শেষে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ১০ হাজার মানুষের চাকরি হবে। রাজারহাট-নিউটাউনে সিলিকন ভ্যালিতে WIPRO ৫০ একর জমি নিয়েছে। এছাড়াও বাংলার তাঁতিদের স্বনির্ভর করবে মাইক্রোসফট।

প্রসঙ্গত, সম্প্রতি বানতলায় পাঁচ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, মাইক্রোসফট ৬ লাখ তাঁতিকে স্বনির্ভর করবে।

পাশাপাশি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ডেঙ্গি নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ৷ মমতা বলেন, বাংলাদেশে অসম্ভব রকমের ডেঙ্গু হচ্ছে ৷ আমাদেরও সতর্ক থাকা উচিত ৷ কারণ বাংলাদেশে কিছু হলে তার প্রভাব বর্ডার দিয়ে আমাদের দেশে ঢোকে ৷ ধরুন ভারতে কামড় দিয়ে বাংলাদেশে চলে গেল মশা ৷ আবার বাংলাদেশে কামড় দিয়ে ভারতে চলে এল ৷ তাই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত ৷ কারণ এবার বর্ষাকাল কিন্তু জুলাই মাসে হয়নি ৷ আর বর্ষা যদি অগাস্ট বা সেপ্টেম্বরে হয় তাহলে কিন্তু বন্যার প্রবণতা দেখা যায় ৷

এদিনের অনুষ্ঠানে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/331333541107998/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*