সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে টানা তিনদিনের মিছিলের পর আজ বিকেলে কলকাতার রাজপথে সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভার শুরুতে গাওয়া হল গান। বাজানো হল কাঁসর ঘণ্টাও। গত ক’দিনের মতো সিএএ ও এনআরসি বিরোধিতায় একঝাঁক স্লোগান দিলেন মমতা। এদিন মমতাকেও কাঁসর ঘণ্টা বাজাতে দেখা গেল।
বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের মঞ্চে মোদী-শাহকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘উত্তরপ্রদেশের মাটিতে যা করতে পারবেন, বাংলার মাটিতে তা করতে পারবেন না। এই মাটি নেতাজি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মাটি। এই মাটি সেই মাটি যেখানে লড়াই করে ৩৪ বছরের বাম শাসনের পরাজয় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দিল্লি সামলা, পরে বাংলা সামলাস’’। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ আরও বলেন, ‘‘এই লড়াই সকলের লড়াই। বাংলায় এনআরসি হবে না’’।
এছাড়াও এদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে বিজেপিকে বিঁধে তৃণমূল মহাসচিব বলেন, সংখ্যা আছে বলে যা ইচ্ছে করার অধিকার সংবিধান দেয়নি। সকলকে নিয়ে থাকার কথা বলা রয়েছে। সর্বনাশা আইন, যা দিয়ে দেশকে টুকরো টুকরো করা হচ্ছে’’। পার্থবাবু আরও বলেন, ‘‘ধর্মভিত্তিক বিভাজনের প্রবণতা গ্রাস করছে দেশজুড়ে, কলেজে কলেজে সেমিনার করুন’’।
দেখুন লাইভ!
Be the first to comment