রায়বেরেলি থেকে প্রার্থী হলেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক :- এবার রাহুল গান্ধী প্রার্থী হলেন রায়বেরলি থেকে। শুক্রবার সকালে এই ঘোষণা করে দিল কংগ্রেস শিবির। বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছিল, রাহুল-প্রিয়ঙ্কা আমেঠি, রায়বেরলিতে দাঁড়াবেন কিনা সেটা তাঁরাই ঠিক করবেন।
তবে শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গেছে। তখনই আন্দাজ করা হয়েছিল যে, শুক্রবার সাতসকালেই প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কংগ্রেস। আর ঠিক তেমনটাই হল।
রায়বেরলির সঙ্গে আমেঠির প্রার্থী কে হচ্ছেন সেটাও জানানো হয়েছে। তবে এখানে প্রিয়ঙ্কা গান্ধীর নাম নেই। গান্ধী পরিবারের ‘আস্থাভাজন’ কিশোরীলাল শর্মা টিকিট পেয়েছেন এই কেন্দ্র থেকে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। সেক্ষেত্রে দুজনই আজ মনোনয়ন পেশ করেছেন।
আমেঠি ও রায়বেরলি কেন্দ্রের প্রার্থী নির্বাচনের ভার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপর ছেড়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তবে তিনি কখনই স্পষ্ট করে জানাননি যে, রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। অনুমান করা হয়েছিল, রাহুল আমেঠি থেকেই দাঁড়াবেন। কিন্তু শেষ পর্যন্ত অন্য ঘটনাই ঘটল। এখন অবশ্য প্রিয়ঙ্কাকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আমেঠির সাংসদ ছিলেন রাহুল। কিন্তু গত লোকসভা ভোটে তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান। অন্যদিকে, রায়বরেলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন সোনিয়া গান্ধী। তবে এবার যে তিনি ভোটে লড়বেন না, তা স্পষ্ট হয়ে গেছিল অনেক আগেই।
রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত করা হয়েছে তাঁকে। মায়ের কেন্দ্র থেকেই এবার ভোটে লড়বেন ছেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*