রেড জোন ও হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Spread the love

৩ মে-র পরেও হটস্পট এলাকা বা জেলাগুলিতে লকডাউন অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা ১১ টা থেকে ওই বৈঠক শুরু হয়েছে। সূত্র মারফত জানা গেছে যে অন্তত পাঁচটি রাজ্যও হটস্পট এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই বলেছেন।

সূত্রের খবর হটস্পট জেলাগুলিতে প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষজন, তাই এইসব জায়গাগুলিতে এখনই তোলা হচ্ছেনা লকডাউন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাডু, কর্নাটক, দিল্লি, ওড়িশার মতো রাজ্যগুলি এই ভয়টাই পাচ্ছে। যে লকডাউন উঠে গেলে হটস্পট জেলাগুলিতে সংক্রমণের বিস্ফোরণ ঘটে পারে। তখন একসঙ্গে এতো মানুষকে আইসোলেশনে রাখা, চিকিৎসা করা কঠিন কাজ হয়ে পড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*