ছোটবেলা থেকেই দারিদ্র্যতার সাথে বেড়ে ওঠা।তাই হয়তো বোঝেন খিদের জ্বালা কী। এই মহামারীর মধ্যে চারিদিকে যখন লকডাউন,বেড়ে মানুষের অনাহার। সেই সময় অভুক্ত গরিব মানুষদের খাওয়ানোর জন্য নিজেদের জমি ২৫ লাখ টাকায় বেচে দিয়েছেন কর্নাটকের কোলার জেলার দুই ভাই। এবং শুধু তাই নয় সেই টাকা দিয়ে কমিউনিটি কিচেন খুলে এলাকার গরিব মানুষদের দুবেলা খাওয়াচ্ছেন তাজাম্মুল পাশা ও মুজাম্মিল পাশা।
তাজাম্মুলের বক্তব্য, “বাবা-মা মারা যাওয়ার পরে চিকবালাপোর থেকে কোলারে দিদার বাড়িতে আসি আমরা। আমাদের টাকা-পয়সা ছিল না। সেই সময় প্রতিবেশীরা আমাদের সাহায্য করতেন। হিন্দু, মুসলিম, শিখ কোনও ধর্ম না দেখে আমাদের সাহায্য করেছেন তাঁরা। তাই আমরা বেঁচে থাকতে পেরেছি। এবার সময় হয়েছে কিছু ফিরিয়ে দেওয়ার। লকডাউনের ফলে শ্রমিক ও গরিব মানুষদের দেখে খুব কষ্ট হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
Be the first to comment