চিরন্তন ব্যানার্জি:-
আরজি করের ঘটনায় নিন্দা জানিয়ে সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন সমাজের একাধিক বিশিষ্টজনেরা। তারইমধ্যে আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর পরিচয় প্রকাশের অভিযোগে বিজেপি নেত্রী লকেট-সহ দুই চিকিৎসককে তলব করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ ব্যাপারে দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য অন্যটি গুজব ছড়ানোর অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী তথা বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে লালবাজার। অন্যদিকে তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে আরজি করের দুই চিকিৎসকের বিরুদ্ধে। তাঁদেরও কারণ জানতে চেয়ে তলব করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, রবিবার দুপুর ৩টেয় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এ ব্যাপারে পুলিশের আনা গুজবের অভিযোগ উড়িয়ে চিকিৎসক কুণাল সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতার বাইরে রয়েছেন। সোমবার ফেরার পর নোটিসের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। পাশাপাশি আইনি পরামর্শ নিচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও। এছাড়াও হুগলির প্রাক্তন সাংসদ জানিয়েছেন, “পুলিশের কোনও নোটিস পাইনি। তবে পুলিশ লোকজনকে তলব করতে যতটা তৎপর শুরুতে এই তৎপরতা দেখালে আজকের দিনটা দেখতে হত না।”
Be the first to comment