লাদাখ ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ লাদাখে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷
তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার স্বার্থে কর্নেল সন্তোষবাবু এবং অন্যান্য জওয়ানরা যে চূড়ান্ত আত্মবলিদান দিয়েছেন, তা যাতে বৃথা না যায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে৷’ তিনি আরও বলেছেন, সরকার যদি তা করতে ব্যর্থ হয় তাহলে তা ‘মানুষের আস্থার প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে৷
বিবৃতিতে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমরা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ সরকার কী সিদ্ধান্ত নেয়, তার উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছুই নির্ভর করছে৷ যাঁরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের উপরেই এই মহৎ দায়িত্ব রয়েছে৷ আমাদের গণতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব প্রধানমন্ত্রীর দফতরের উপরে ন্যস্ত রয়েছে৷ তাঁর কথার কী মানে দাঁড়াতে পারে এবং দেশের নিরাপত্তা, রণকৌশল ও স্বার্থের উপরে তার কী প্রভাব পড়তে পারে, প্রধানমন্ত্রীর সেই বিষয়ে সব সময়ে সতর্ক থাকা উচিত৷’
Be the first to comment