লালকুঠির পাশে নতুন ট্যুরিজম হাট তৈরির পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
পাহাড়ের লোকেদের জন্য সুখবর। এ বার লালকুঠির পাশে নতুন ট্যুরিজম হাট তৈরির পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনদিনের পাহাড় সফরে মমতা এখন দার্জিলিংয়ে। মঙ্গলবার সকালে তিনি রিচমন্ড হিল থেকে লালকুঠি পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পথ পায়ে হেঁটে যান। যাওয়ার পথে পর্যটক থেকে শুরু করে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের কোনও সমস্যা আছে কিনা তা নিয়ে কথাবার্তা বলেন মমতা। লালকুঠির পাশে একটি চায়ের দোকানে বসে চাও খান তিনি।
তারপরেই তিনি ঘোষণা করেন লালকুঠির দিকে অনেক পর্যটক আসেন। তাই লালকুঠির পাশে একটি ট্যুরিজম হাট তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ট্যুরিজম হাট তৈরি হলে সেখানে পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে একদিকে যেমন পর্যটকদের মনে আনন্দ হবে, তেমনই স্থানীয় মানুষদের আর্থিক সুরাহাও হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার মানুষজন।
প্রসঙ্গত, তিন দিনের পাহাড় সফরে সোমবার বিকেলেই বাগডোগরায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি গিয়েছেন দার্জিলিং। আজ, মঙ্গলবার জিটিএ-র প্রশাসনিক কাজকর্ম নিয়ে রিচমন্ড হিলে বৈঠক করার কথা তাঁর। বুধবার চৌরাস্তায় শিক্ষক দিবস পালন করার কথা আছে তাঁর। তার মধ্যেই এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*