লোকসভায় সৌগত রায়কে কটাক্ষ করে কি বললেন প্রধানমন্ত্রী; পড়ুন

Spread the love

লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতার উপর বিতর্কের জবাবী ভাষণ দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি এদিন কটাক্ষ করে বলেন, ‘‘দাদা, ভাষণ ভাল দিলেন। আমি ভেবেছিলাম দাদা, আপনি অনেক অভ্যাস করে এসেছেন। অনেক ভাল কথা বলবেন। কিন্তু আপনি তো বেশি সময় ধরে বলে গেলেন, আমি আর আমার সহকর্মীরা কেন বাংলায় বেশি যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? তাই-ই বলে গেলেন।’

তিনি বলেন, ‘‘দাদা, এবার আপনার জ্ঞান থেকে বঞ্চিত হয়ে রইলাম। ভোটের পর সুযোগ এলে আপনার কাছে শুনব।’’ বাংলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য। সেই জন্যই তো আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা বাংলাকে এত পিছনে ফেলে দিয়েছেন যে, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি।’’
[9:34 PM, 2/10/2021] +91 70448 30145: প্রার্থী কে হল তা দেখার দরকার নেই, এটা আমার ভোট; আবারও সেই একই কথা মমতার মুখে

২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।’ গত বিধানসভা ভোটের আগে বলেছিলেন তৃণমূল নেত্রী। এবার আবারও সেই কথাই ফিরল ৫ বছর পরে। আবার একটা বিধানসভা ভোট। তার আগে মালদহের কর্মিসভায় এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন ‘ প্রার্থী কে হল তা দেখার দরকার নেই। এটা আমার ভোট।’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন তৃণমূলকে ভোট দিলে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে সারদা নারদার মতো ভয়ঙ্কর অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে তৃণমূলকে দুশো পার করিয়েছিলেন দলনেত্রী। ২০১৬ সালে নারদায় যখন দলের নেতা-মন্ত্রীরা অভিযুক্ত তখন মমতা বলেছিলেন,’২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।’ তৃণমূল নেত্রীর সেই বার্তা কতটা কার্যকর হয়েছিল, তা ভোটের ফলেই প্রমাণিত।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*