আবহওয়া দফতর জানিয়েছিল রবিবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হতে পারে ঝড়বৃষ্টি। কিন্তু এখন শেষ খবর বলছে শনিবার সকালেই কলকাতায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল ৮টা ১৭ মিনিটে কলকাতায় আসবে বুলবুল। থাকবে রাত
৮টা ৪২ মিনিট পর্যন্ত।
তারপর কলকাতা ছেড়ে বাংলাদেশে যাবে রাত ৯টা ৫৬ মিনিটে। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যে থাকবে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত। সুন্দরবন এলাকার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া এলাকায় ঘুর্ণঝড় আছড়ে পড়বে। অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও কলকাতায়। তবে কলকাতায় ঘূর্ণিঝড় হবে না। ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো হাওয়া।
Be the first to comment