শপথ মানেন না রাজ্যপাল, দ্বারস্থ রাষ্ট্রপতির..

Spread the love

রোজদিন ডেস্ক :- উপনির্বাচনের পর দীর্ঘ ১ মাস অপেক্ষার করে আজ শুক্রবার দুুুপুর ২ টোর সময় বিধানসভায় শপথ বাক্য পাঠ করেছেন সদ্য জয়ী দুই প্রার্থী বরাহনগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রায়াত হোসেন সরকার। আর তারপরই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক অনৈতিকতার অভিযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যদিও এদিন ডেপুটি স্পিকার নন, স্পিকারই শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই বিষয়টির উল্লেখ করে রাজ্যপাল লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সাংবিধানিক রীতি নীতিও মানছেন না। রাজ্যপাল হিসেবে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার পরও তিনি সেই নির্দেশ অমান্য করে নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন। এ ব্যাপারে কী করণীয় তাও জানতে চেয়েছেন রাজ্যপাল। এবং তিনি বলেন এই শপথ পাঠ তিনি মানবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*