চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। রাজ্যে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। দুপুর ২টো পর্যন্ত কমিশনে ১১৭৩টি অভিযোগ জমা পড়েছে। চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলেই দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার অজয় নায়েক। সোমবার বীরভূম থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। বাকি যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে।
পাশিপাশি দুবরাজপুরে একটি বুথে গুলি চলার অভিযোগও সামনে এসেছে । বাবুল সুপ্রিয় গাড়িতে ভাঙচুর হয়েছে । এছাড়াও কয়েকটি বুথে পুননির্বাচন হবে কি না জানতে চাওয়া হলে অজয় নায়েক বলেন, কোথায় কোথায় কী হয়েছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব। যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব। কোনও তাড়াহুড়ো নেই। সময় মতো সব সিদ্ধান্ত নেব।
Be the first to comment