শিল্প বাড়লেই রাজ্য এগোবে। তা বলে কৃষি বঞ্চিত হবে না। শিল্প ও কৃষি দুই বোনের মতো বাড়বে রাজ্যে। বাংলাই পথ দেখাবে অন্যদের আজ চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিদ্যুৎ ও পরিকাঠামো নিয়ে তিনি বলেন আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, দক্ষ শ্রমিকও আছে। বাংলার মেধা বিশ্ববিখ্যাত। বাংলায় শিল্পের পরিকাঠামো রয়েছে।
বাংলায় সব ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলাই এখন বিনিয়োগের গন্তব্যস্থল। তিনি বলেন আম্বানিজি ঠিকই বলেছেন, শিল্প গড়ার সুবিধায় বাংলা ১ নম্বরে। বাংলায় ৩৪ বছরের অপশাসন সত্ত্বেও আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বাংলা ১ নম্বরে। ই-গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশানে আমরা পুরস্কার পেয়েছি। বিগত ৬ বছরে আমাদের জিডিপি দ্বিগুন হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা জিডিপি বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে। তিনি আরোও বলেন গত ৬ বছরে আমাদের পরিকল্পনা খাতে ব্যয় ৩ গুণ বেড়েছে এবং মূলধনী ব্যয় ৭ গুণ বৃদ্ধি পেয়েছে।
(ছবিঃ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক)
Be the first to comment