শিয়ালদহ-রানাঘাট মেন লাইনে ১৫৮টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিলো শিয়ালদহ ডিআরএম

Spread the love
স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম বসানোর কাজ শুরু হচ্ছে৷ সে কারণে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিআরএম। এই ট্রেনগুলি বাতিল হবে মূলত শিয়ালদহ-রানাঘাট মেন লাইনে।
এই স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা বসানো হবে মূলত শিয়ালদহ মেন শাখায় ব্যারাকপুর ও ইছাপুর স্টেশনের মধ্যে। সেই কারণে শুক্রবার ৭ সেপ্টেম্বর থেকে সোমবার ১০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল৷ শুক্রবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ–‌রানাঘাট মেন শাখায় চলাচলকারী ওই ট্রেনগুলি বাতিল থাকছে৷
শুক্রবারের বাতিল ট্রেনের তালিকায় রয়েছে মোট ৪৪টি লোকাল ট্রেন৷ এরমধ্যে ২২টি আপ ও ২২টি ডাউন ট্রেন রয়েছে৷ বাতিল হয়েছে সাত জোড়া ব্যারাকপুর লোকাল, ন’ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানা‌ঘাট–‌লালগোলা লোকাল ও এক জোড়া দমদম–‌ব্যারাকপুর লোকাল৷
শনিবার, ৮ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে মোট ৩৩জোড়া লোকাল ট্রেন৷ যার মধ্যে রয়েছে ১৩ জোড়া ব্যারাকপুর লোকাল, ১৩ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট লোকাল ও এক জোড়া দমদম–ব্যারাকপুর লোকাল৷
রবিবার, ৯ সেপ্টেম্বর বাতিল থাকছে ১৬ জোড়া লোকাল ট্রেন৷ বাতিল হয়েছে চার জোড়া ব্যারাকপুর লোকাল, ছ’ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট লোকাল ও এক জোড়া দমদম–‌ব্যারাকপুর লোকাল৷ সোমবার সকাল ১০টা পর্যন্ত বাতিল থাকছে আট জোড়া লোকাল ট্রেন৷
শিয়ালদহ মেইন লাইনের ১২টি শাখায় প্রতিদিন প্রায় ৪৪০টি লোকাল ট্রেন চালায় পূর্ব রেল৷ এর আগেও সিগনাল সিস্টেমের কাজের জন্য শনিবার রাতের দিকে কিংবা রবিবার দিনভর বহু ট্রেনই বাতিল করা হয়েছে৷ কিন্তু শুক্রবার কিংবা সোমবারের মত কর্মব্যস্ত দিনগুলিতে ট্রেন বাতিলের জেরে কিছুটা হলেও ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের৷ সোমবার দুপুরের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*