শুক্রবার রাত থেকে নিউ টাউনের হস্টেল ছেড়ে ক্যাম্পাসে এসে থাকতে শুরু করেছেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের করিডর–সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছেন তাঁরা। সকালে বিছানা গুটিয়ে ক্লাস করতে যাচ্ছেন। জামা–কাপড়, গামছা কেচে বিশ্ববিদ্যালয়েই শুকোতে দিচ্ছেন।
ইতিমধ্যেই অবস্থানরত ছাত্রদের সঙ্গে কথা বলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। সংস্কারের কাজে দেরির জন্য ক্ষমাও চান। কিন্তু পড়ুয়াদের বক্তব্য, তিন বছর ধরে কাজ চলছে। বারবারই হিন্দু হস্টেল খোলার কথা বলা হলেও তা হয়নি। অন্তত ১ ও ২ নম্বর ব্লকে পড়ুয়াদের থাকতে দেওয়ার দাবি না মানা পর্যন্ত তাঁরা ক্যাম্পাসেই থাকবেন।
Be the first to comment