রোজদিন ডেস্ক :- আচমকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিলো পুলিশ। বিধায়কের ভাড়া বাড়িতে তল্লাশির সময় হয় বচসা ও ধস্তা ধ্বস্তি। তারপর পুলিশ কে কাঠগড়ায় তুলতে চান তিনি। নির্বাচনী প্রচারের কাজ থেকে সরাসরি চলে যান কোলাঘাট থানা ঘেরাও করতে । শুভেন্দু অধিকারী কোলাঘাট থানা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ছুটে আসে বিজেপি কর্মী সমর্থকরা।তিনি বলেন, “এস পি জড়িত থাকলে তার তদন্ত করতে হবে”…আইপ্যাকের কর্মী দের নিয়ে তল্লাশি চলে। শুভেন্দু আরো বলেন ,”আমাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ।”
তিনি বলেন , “মমতার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত। কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালাতে পারে না।” এর শেষ দেখে ছাড়ার হুমকি ও দেন শুভেন্দু। আজ সন্ধ্যার পর সব ঘরে ঢুকে যাবে। হাই কোর্টে মামলার হুশিয়ারি দিয়েছেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শাসকদল।
তিনি বলেন, ‘‘ভাইপোর নির্দেশে আমার বৃদ্ধ বাবা-মাকেও হেনস্থা করা হয়েছে। মমতার সরকারের অত্যাচারের শিকার আমি।’’
রাজ্যের বিরোধী দলনেতার সংযোজন, ‘‘কেন আমার কোলাঘাটের ভাড়াবাড়ি, অফিসে পুলিশ গেল, তা পরিষ্কার নয়।’’
শুভেন্দু জানান, তাঁর কছে হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে। পুলিশ কোনও দমনমূলক পদক্ষেপ করতে পারবে না। আর পুলিশের কাছে যদি ‘সার্চ ওয়ারেন্ট’ থেকে থাকে, তাহলে তাঁর উপস্থিতিতেই তল্লাশি চালাতে পারত পুলিশ। কিন্তু সেটা হয়নি।
Be the first to comment