শুরু হল সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

Spread the love

নন্দনে উদ্বোধন হল সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। যা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম, পরিচালক সন্দীপ রায়, নাট্যকার অর্পিতা ঘোষ, সহ বিশিষ্ট মানুষজনেরা।

এবছরের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।এবার এই উৎসবের থিম হল ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। ৩২টি দেশের প্রায় ২০০টি চলচ্চিত্র দেখানো হবে। যেহেতু এবছরের থিম অ্যাডভেঞ্চার তাই সেই ঘরানার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো ছবিগুলো দেখানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন এ উৎসব শৈশবকে চিনতে ও জানতে শেখাবে। শিশুদের কোমল মন, তাদের অভিনয় তাদের আরো অনুপ্রেরণা জোগাবে। প্রথম দিন থেকেই জমে উঠেছে নন্দন প্রাঙ্গণ এই উৎসবকে ঘিরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*