রোজদিন ডেস্ক :- লোকসভা নির্বাচনে আজ সপ্তম দফায় ভোটগ্রহণ। এই শেষ দফা ভোট গ্রহণে বাংলা-সহ দেশের সর্বত্র ভোটগ্রহণ শুরু ইতি মধ্যে। শনিবার শেষ দফায় মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ৯টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের ৮ টি, ওড়িশার ৬টি, হিমাচলপ্রদেশের ৪ টি, ঝাড়খণ্ডের ৩ টি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের ১টি আসনে ভোটগ্রহণ আজ। এর পর আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাই শেষ দফার নির্বাচন ঘিরে তৎপরতা চরমে।
সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ১৪৫০টি অভিযোগ।
NGRS ১০১৫, C VIGIL ১২৮, CMS ৩০৭ টি অভিযোগ জমা পড়ল।
বিজেপির তরফে ৭৬টি, সিপিএম-এর ১৪২টি, কংগ্রেসের তরফে ৯টি অভিযোগ জমা পড়েছে। ডায়মন্ড হারবারে জমা পড়েছে ৪৬৩ টি অভিযোগ। দমদমে জমা পড়েছে ৪৭৩টি অভিযোগ।
Be the first to comment