কলকাতার ক্লাবের পুজোগুলোকে দখল করার একটা চেষ্টা করছে বিজেপি। বেশকিছু ক্লাবের দুর্গাপুজো কমিটি হাতে নিতে তৎপর তারা। দক্ষিন কলকাতার সঙ্ঘশ্রী ক্লাবের পুজো নিয়েও তৈরি হয়েছিলো জটিলতা। তবে শনিবার ক্লাবের সভাপতি শিবশংকর চট্টোপাধ্যায় একটি মিটিংয়ের আয়োজন করেন। উপস্থিত ছিলেন সেক্রেটারি অনিরুদ্ধ চট্টোপাধ্যায় ও ক্লাবের সদস্যরা। এদিনের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির থেকে কোনোরকম সাহায্য নেওয়া হবে না। পুজো করতে অবশ্যই টাকার প্রয়োজন হলেও বিজেপির সাহায্য নেওয়া ঠিক হবে না।
অতএব সঙ্ঘশ্রীর পুজো বিজেপির হাতে যাওয়ার প্রশ্নই নেই। শনিবার ক্লাবের কর্মকর্তাদের বৈঠকের পর রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্ঘশ্রী একটা ঐতিহ্যবাহী ক্লাব। এখানে কোনও রাজনীতি আনা উচিত নয়। আমিও কোনোদিন এখানে পলিটিক্স করিনি। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক আছেন। কিন্তু আমরা কখনোই ভাবি নি যে এটাকে নিয়ে পলিটিক্স করবো।
কার্তিকবাবু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্ঘশ্রীকে ভালোবাসেন। ক্লাবকে তিনি বিভিন্ন দিকথেকে সহযোগিতা করেছেন। তবে তিনি কোনোদিনও ক্লাবকে নিয়ে রাজনীতি করেন নি।
এদিন কী বললেন কার্তিক বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment